চিত্ত যেথা বিগলিত দ্বিধাশুন্য লাগে
উচ্ছ্বাসিয়া প্রাণ কাঁদে কার অনুরাগে।
রাঙিয়ে যাও গো মোরে প্রেম অনুরাগে
বিরহ মিলনে কেন এত সুধা লাগে।
নিজ হস্তে এলা রাতে গেঁথেছিনু মালা
গোপন বিরহী রাগে আমি কৃশ বালা।
দেখেছিনু শশীধর আসমান গিরি
প্রেম পুষ্প ফুটে ধরনীর বুক চিড়ি।
কলংকিনী আমি ওহে অভীক নৃপতি
ঈশ্বর জানেন তবু তোমাতেই মাতি।
অভিলাষ জাগে মনে তবু মিথ্যাছলে
ভেসে যাই অনুরাগে বৃথা অশ্রুজলে।
তন্দ্রাবতী ষোড়শীনী চেয়ে পথ পানে
জাগাও গো তারে আজি বসন্ত ফাল্গুনে।
পূজারী ভিক্ষারী আমি দহন এ মরমে
সিক্ত করো তব রাগে আপন কর্মে।
Post Views:
305
প্রেমপুষ্প
Published by HB Rita on Tuesday, March 10th, 2015