সহনশীল হতে শিখিয়েছেন মা
সিন্থিয়া লুইস জার্মানোটা আমেরিকান সমাজসেবী, কর্মী ও উদ্যোক্তা। তিনি বর্ন দিস ওয়ে ফাউন্ডেশনের সভাপতি। ২০১২ সালে তিনি তাঁর মেয়েকে সঙ্গে নিয়ে এটি প্রতিষ্ঠা করেন। তাঁর সেই মেয়ে আমেরিকান গায়িকা, গীতিকার ও অভিনেত্রী লেডি গাগা। নিজের মা সম্পর্কে লেডি গাগা বলেছিলেন, ‘গ্রহণযোগ্যতা, সহনশীলতা, সাহসিকতা এবং মমতা—এই বিষয়গুলো আমি মায়ের কাছ থেকে পেয়েছি।’ মাইকেল জর্ডান তাঁর মা […]
সলতে
ভেবেছিলাম কিছু একটা লিখি এই যেমন, কবিতা কিংবা সরল গদ্য ফুল-পাখী, সস্তা প্রেম কিছু একটা। তারপর লিখতে গিয়ে দেখি, জীবন চলে আসে কাগজের পাতায়, গুটি পায়ে বললাম, ধুরছাই! ভাবলাম, লিখে কি হবে? সেদিন ইচ্ছেটা আবারো মগজে কিলবিল করে উঠল মনে হল, লিখেই ফেলি কাগজ কলম টানতেই দেখি একটা সাইক্লোন ঠিক চোখের সামনে, ঘুরপাক খাচ্ছে ধ্যাৎ! […]
Continue reading
Published by HB Rita on Wednesday, August 15th, 2018