HB Rita's Official WebsiteHB Rita's Official Website
HB Rita's Official Website
  • Facebook
  • Twitter
RSS
  • Home
  • My Poems
    • বাংলা কবিতা
    • মৃন্ময় সিরিজ
    • English Poems
  • Short writing
    • রচনা
    • গল্প
  • Thinking the Humanity
    • Social Activities
  • Parenting and Mental Health
  • Articles
    • প্রবন্ধ-নিবন্ধ
  • About me
    • Contact

উদরপূর্তি শেষে শিশু ঘুমিয়ে পড়ে

অসীম বলে কিছু নেই, ‘আমার’ বলে কিছু নেই উদরপূর্তি শেষে শিশু ঘুমিয়ে পড়ে স্বল্পমেয়াদী জীবন কবরের খুঁজে এ শরীর আমার নয়, যত্রতত্র ছুঁড়ে ফেলে সময়ের পৃষ্ঠপোষকতায়; ভালবাসা রোজ এক হাত করে কমে।  

Continue reading

Published by HB Rita on Wednesday, August 4th, 2021

ভার্টিগো

মাথার ভিতর রোলার কোষ্টার, চলছে বিরামহীন আমি চড়ি, সে চড়ে উপর নিচ-নিচ উপর উল্টে যায় ভূতল-উল্টে দেখি আমি অঙ্গুষ্ঠ ঠেকিয়ে আকাশ পিঠে চুমে যাই দিগন্ত রেখা, কম্পিত মনে ভার-ভার মাতাল মগজ তড়িতেই ছারপোকা জীবন এই সব যা কিছু চোখের কার্নিশে একদল ঝুলন্ত বাদুর, দোল খায় হাওয়ায় ফুলেফেপে কোন মানে হয়? কি বিচ্ছিরি যে লাগে উপর […]

Continue reading

Published by HB Rita on Saturday, September 22nd, 2018

বেইমান তুমি

কে তুমি আলো আঁধারীর লীলায় বুকের উপর কবর খুঁড়ো কে তুমি টেনে নিয়ে যাও দুপুর, মধ্যরাত্রি; কপালের ভাঁজে তুমি কি জানো সঙ্গমে বিভোর ছাড়পোকার আড়লে অনাহারী কুকুর তখনো প্রভূ বিস্মরণে ব্যাকুল? নিঃশব্দে ভাঙ্গন ছুঁয়ে গেলে ভিতর; মাছের দরদামে জীবন খতিয়ে দেখো তুমি। আহা! বড্ড বেইমান তুমি।

Continue reading

Published by HB Rita on Wednesday, August 12th, 2020

যদি পেয়েও যাই এই পৃথিবী/ কবি সাহির লুধিয়ানভি/বাঙলায়ন – এইচ বি রিতা

যদি পেয়েও যাই এই পৃথিবী/ কবি সাহির লুধিয়ানভি/বাঙলায়ন – এইচ বি রিতা

যদি পেয়েও যাই এই পৃথিবী (Yeh Duniya Agar Milbhi Jaye To) কবি সাহির লুধিয়ানভি বাঙলায়ন-এইচ বি রিতা   এই প্রাসাদ, সিংহাসন, নবীনত্বের পৃথিবী মানুষের শত্রু, এই সমাজের পৃথিবী সম্পদে-ক্ষুধার্ত নিয়মনীতিতে আবদ্ধ যদি পেয়েও যাই এই পৃথিবী; তবে কি হবে? এখানে প্রতিটি দেহ আহত, প্রতিটি প্রাণ তৃষ্ণার্ত প্রতিটি মানুষের দৃষ্টিশক্তি বিভ্রান্ত, অন্তরে বিষাদ এ কি আসল পৃথিবী? নাকি নিভু নিভু বাতিঘর? যদি পেয়েও যাই এই পৃথিবী; তবে কি হবে?   এখানে মানুষের ‌অস্তিত্ব একটি খেলনার মত এখানের উপনিবেশটি, মৃতদেহের একটি উপনিবেশ জীবন এখানে মৃত্যুর চেয়েও সস্তা যদি পেয়েও যাই এই পৃথিবী; তবে কি হবে?   এখানে যুবকরা মূল্য ট্যাগে প্রদর্শিত হয় নবীনদের দেহ এখানে বাজারের জন্য সজ্জিত প্রেম এখানে কেবল, ব্যবসায়িক বিষয় ছাড়া আর কিছু নয় যদি পেয়েও যাই এই পৃথিবী; তবে কি হবে?   এটা এমন এক পৃথিবী যেখানে মানুষ; কিছুই না আনুগত্যের কোনও মূল্য নেই, এখানে বন্ধুত্ব নেই এখানে প্রেমের কোনও প্রশংসা হয় না যদি পেয়েও যাই এই পৃথিবী; তবে কী হবে?   জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও ধ্বংস করে দাও এই পৃথিবী এই পৃথিবী আমার দৃষ্টি থেকে দূরে সরিয়ে নাও তুমি এই পৃথিবীর মালিক একে তুমিই রক্ষা করো। যদি পেয়েও যাই এই পৃথিবী; তবে কি হবে? […]

Continue reading

Published by HB Rita on Thursday, May 20th, 2021

মায়ের সাথে খুনসুটি

আমার মায়ের নামের পাশে যদিও তাঁর বংশের ‘খান’ উপাধী লাগানো নেই, আছে ‘বেগম’, তবু তিনি খান বংশে জন্মেছেন বলে বিশাল গর্ববোধ করেন। প্রায়ই বলতে শুনি, ‘আমি খান বংশের মেয়ে।’ তো একদিন বললাম, ‘তুমি খান বংশের মেয়ে, আমি না কেন ? তুমি কেন খান বংশের ছেলে বিয়ে করলে না? করলে তো আমিও খান বংশের মেয়ে হতে […]

Continue reading

Published by HB Rita on Sunday, May 9th, 2021

সলতে

ভেবেছিলাম কিছু একটা লিখি এই যেমন, কবিতা কিংবা সরল গদ্য ফুল-পাখী, সস্তা প্রেম কিছু একটা। তারপর লিখতে গিয়ে দেখি, জীবন চলে আসে কাগজের পাতায়, গুটি পায়ে বললাম, ধুরছাই! ভাবলাম, লিখে কি হবে? সেদিন ইচ্ছেটা আবারো মগজে কিলবিল করে উঠল মনে হল, লিখেই ফেলি কাগজ কলম টানতেই দেখি একটা সাইক্লোন ঠিক চোখের সামনে, ঘুরপাক খাচ্ছে ধ্যাৎ! […]

Continue reading

Published by HB Rita on Wednesday, August 15th, 2018

সহনশীল হতে শিখিয়েছেন মা

সিন্থিয়া লুইস জার্মানোটা আমেরিকান সমাজসেবী, কর্মী ও উদ্যোক্তা। তিনি বর্ন দিস ওয়ে ফাউন্ডেশনের সভাপতি। ২০১২ সালে তিনি তাঁর মেয়েকে সঙ্গে নিয়ে এটি প্রতিষ্ঠা করেন। তাঁর সেই মেয়ে আমেরিকান গায়িকা, গীতিকার ও অভিনেত্রী লেডি গাগা। নিজের মা সম্পর্কে লেডি গাগা বলেছিলেন, ‘গ্রহণযোগ্যতা, সহনশীলতা, সাহসিকতা এবং মমতা—এই বিষয়গুলো আমি মায়ের কাছ থেকে পেয়েছি।’ মাইকেল জর্ডান তাঁর মা […]

Continue reading

Published by HB Rita on Tuesday, May 11th, 2021

ইন্দ্রিয়ের ঊর্ধ্বের জগত

আকাশ, মেঘ, নদী-পাহাড়, বৃষ্টি……মনের সকল নিষ্ঠুরতা দূর করে স্বচ্ছ একটা সকাল উপহার দেয় আমাকে। জটিল ও কুন্ঠিত মনে আকাশকে ভালবাসা দায়। বাবা বলতেন, ‘চার দেয়ালের বাহির হয়ে বিশাল আকাশ তলে দুই হাত মেলে নিঃশ্বাস নেয়নি যে মানুষ, তার দৃষ্টি বা ভাবনা বেশীদূর যাবার নয়।’ বাবার বিশ্বাস প্ল্যেটোর রিপাবলিকাল সংলাপের ‘গুহার রূপক’, এর কথা স্মরণ করিয়ে […]

Continue reading

Published by HB Rita on Wednesday, June 30th, 2021

বিভীষিকা

কোথাও কোন মানুষ দেখতে পাইনা হৃদপিন্ডের ধুকপুক, চোখের ভিতরে আগুন চওড়া বুকজুড়ে মায়াবী শস্যক্ষেত যেখানে থরে থরে সাজানো বনলতার হলদে ফুল; চোখে পড়েনা যেদিকেই তাকাই নীরবতা হট্টগোল ভেদে চিড় ধরা দেয়ালের ফাঁকে বিশাল অন্ধকার সেখানে কেউ কারো মুখ দেখতে পাইনা। কোথাও কোন মাঠ দেখতে পাইনা ছায়া সুশীতল সবুজে মোড়ানো পথ লতাগুল্ম-বুনোফুলের ঝাঁঝালো ঘ্রাণ পাখির কলতানে […]

Continue reading

Published by HB Rita on Tuesday, July 6th, 2021

পিচঢালা পথ

পিচ ঢালা পথের ফাটল বুকে ধরে ছিল একটি রাত কিংবা পরিক্রমায় ক্ষয়ে যাওয়া যুগের চিত্র খুলে দেখেনি কেউ ফাটলের ভাঁজ পথিকের গন্তব্য ছিল কেবল যতদূর চোখ যায়। সেদিন নীলাভ আকাশের বুকে জমে ছিল শুভ্র পেঁজাতুলো মেঘ গ্রীষ্মের দাবদাহে ওড়াউড়ি ছিল নিষিদ্ধ আকাশের নিয়ম ভেঙে কাঁদেনি কেউ কেঁদেছিল রোদ, বাতাস, কিছু ধূলো। জীবন যেখানে সহজেই দাড়িপাল্লায় […]

Continue reading

Published by HB Rita on Thursday, July 15th, 2021

সংসারী নারী

ফ্রক পড়া কিশোরী, অরুণিমা কি সংসারী সে কেবলই নারী, গার্হস্থ্য তদারকি যার ধর্ম মেনে নিয়ে একগুচ্ছ সংবিধান; পিছনে ঠেলে দেয় জন্মের কারণ পদার্পনে নতুন জীবন যেখানে কেবল দায়বদ্ধতা। দাদীমা বলেন, খুলে দে সায়া তড়িৎ স্বামী যদি চায় অনিচ্ছা থাকুক কাঁটাতারে ঘেরা মায়ের চোখে আগুন মমতায় গড়িয়ে পড়া চোখের জল আশীর্বাদে দায়হীন পিতা হাঁফ ছেড়ে বাঁচে […]

Continue reading

Published by HB Rita on Monday, February 5th, 2018

দৃষ্টিপাত

আড়মোড়া দিতেই রোজ চেয়ে দেখি কীট-পতঙ্গ আহারের খোঁজে নব সাজে ইদুর বিড়াল দৌড়ে কে কার আগে হুমড়ি খেয়ে দিনের শুরু; টেনে নিয়ে যায় দুপুর, মধ্যরাত্রি; কপালের ভাঁজে। মরণ বাবু পা টেনে রোজকার মত মাছের দরদামে জীবন খতিয়ে দেখে যত্নের সাথে ফুলতোলা রুমাল বুকের ভাঁজে গুঁজে নসিমন দেখে শুভ্র আকাশে খন্ড মেঘ উড়ে গেলে গাঙচিল বিরহী […]

Continue reading

Published by HB Rita on Sunday, July 29th, 2018

হেলেন কিলার

হেলেন কিলার

এক বছর সাত মাসে স্নানরত শিশুটি মায়ের কোল ছেড়ে জমিনে ধপাস মস্তিষ্ক-পাকস্থলি ক্ষয় শেষে দৃষ্টি ও শ্রবণশক্তি বিনাশ ক্ষিপ্র পিতার তালু ফেঁটে জিদ টুপটুপ অতঃপর সুরঙ্গ পথে ক্ষীণ প্রভায় পার্কিনস ইনস্টিটিউশন দ্বায়ভার হস্তান্তর হো থেকে অ্যানি সুলিভ্যান আলো-আঁধারের অনুভূতি ব্যবধানে তালু চিনে নিল হাতের উপর বয়ে যাওয়া; তরল “জল” অঙ্গুলি স্পর্শে ব্রেইল পন্থা; শুষে নিল […]

Continue reading

Published by HB Rita on Sunday, November 19th, 2017

মৃন্ময় ৭৭

ভালোবাসা নিয়ে কত কি করেছো কত বিবাদ-বিরহ বিচ্ছেদ শেষে হৃদয়ে ক্ষত কত হল কাটা-ছেঁড়া, ফ্যাকাশে ভোর এখন অনুভবের দৃষ্টিসীমায় ডাহুক ডেকে যায় নগরীর পান্থ নিবাসে সিগারেটের পোড়া ছাই, অযত্নে এখন অনুভূতিতে হৃদয়ে রক্ত ঝরেনা শিরিষের ডাল ছুঁয়ে বিবাগী পাখী সঙ্গহীন; তবু সহচর খুঁজেনা। চক্রাকারে ঘুরতে ঘুরতে অকস্মাৎ তুমি এসে বসো পাশে নিমন্ত্রণ করিনি, কিভাবে এলে […]

Continue reading

Published by HB Rita on Tuesday, October 3rd, 2017

নঁখের আঁচরে মানচিত্র

মার্চের শেষের দিকটায় এখানের আবহাওয়া বেশ গা ঘেঁষা হয়ে উঠে বরফ নেই রৌদ্র-ছায়ার শীতল বাতাসে প্রাণ কাঁপিয়ে দেয় পথের বাঁকে নিঃস্বঙ্গ একাকী শীর্ণ বৃক্ষগুলোতে দেখা যায়, যৌবনের ফের আগমন কলি মেলে বাহারী ফুল সবুজের অপেক্ষায় দোলে চেরি উৎসবে পুরো শহর, দেশ, পৃথিবী। জানালার পাশে বসতেই মিশ্র সুরের ধ্বনি ভাসে বাতাসে স্মৃতির টানাপোড়নে মানুষের ভিতর যে […]

Continue reading

Published by HB Rita on Friday, March 15th, 2019

< 1 2 3 4 5 >»
© HB Rita's Official Website 2022
Powered by HB Rita
Loading...