অভিমানে অনুভবে
একদিন, শহরের দেয়াল হতে শোকের গান স্বশব্দে বেজে উঠবে জন্মের বৃত্তান্ত খুঁজে অকারণে এ চোখ কেঁদে উঠবে রংচটা জীবনের নেপথ্যে প্রাচীর ঘেরা দম্ভ ভেঙ্গে, শুভদা খুঁজে বেড়াবে রানুর ইতিকথা! একদিন, জিঘাংসার অস্থির চোরাস্রোতে অসহনীয় উৎকন্ঠায়; আগুন লাগা সুগন্ধি বুকে নিশ্চিহ্ন হবে শুভদা-রানুর গোপনলীলা! একদিন, একাকীত্বের গর্জনে পৃথিবী ঘুমিয়ে পড়বে মায়ার বাসর জ্বালিয়ে জলজ সংসারে বেঁচে […]
শুধু তোমাকে
শুধু তোমাকে পাবোনা বলে, রাতগুলো জেগেছি নির্ঘুম খালি পায়ে ভুতুম প্যাঁচার বেশে, নগরী পাহারায় মেতেছি একলা রাতে। সাহারা -শ্বেত মরুভূমির উত্তপ্ত খরতাপে জ্বলসে দিয়েছি দেহ-মন একাকার করে মরূদ্যানে হামাগুড়ি দিয়ে ক্ষতবিক্ষত আমি তপ্ত ধুলীতে করেছি স্নান। শুধু তোমাকে পাবোনা বলে, সুকাত্রা দ্বীপে বনবাস নিয়েছি কত বছর মায়ামোহ থেকে বিচ্ছিন্ন আমি কেঁদে ঝড় তুলেছি নিস্তব্দতায় চোখের […]
Continue reading
Published by HB Rita on Friday, October 11th, 2013