আলোর কবি আলেয়া
সরোজ আলোকিনী আলেয়া কাব্যিক মাত্রায় ফুঁড়ে নেয় যে নঁকশী কাঁথা সেও জানে বস্তুগত ইন্দ্রিয়গোচরে কেমন; সামলিয়ে নিতে হয় দেহের উত্তাপ। কঠোর নারী সে, লড়াকু শ্বাশত প্রেম প্রেম খেলা জানে সে, তবু সংগোপনে পাশ কেটে যায় আকাশ তলে প্রবল বর্ষণে ভিজবে বলে; গৃহবন্দিনী কপাট খুলে দেয় নিরালায়। রোষাগ্নি স্ফুলিংগে চেতনা জাগরণে, বধীর কর্ণরন্ধ্রে বার্তা পৌছে দিত […]
আমার দেহান্তকালে
আমার দেহান্তকালে, কাকে দিয়ে যাব মনের এই ক্ষুদ্র জমিন ভিটে মাটি, কাঁসার বাসন, ভাঙা চায়ের কাপ মধ্যরাতে কান্নায় জেগে উঠা বালুচর তেরটি বছর ধরে হিজিবিজি আঁকা নিষিদ্ধ; গোপন ডায়েরী বাঁশের কঞ্চিতে জমানো গুটি কয়েক আধুলি, ভাঁজে ভাঁজে ক্ষয়ে যাওয়া পুরোনো একুশটি চিঠি.. কাকে দিয়ে যাবো এই চোখের বিশাল জলরাশি নীলে নীলে বেদনার ভারে নুইয়ে পরা […]
Continue reading
Published by HB Rita on Friday, November 7th, 2014