কারো ভুলে যাওয়ায়, দূরে চলে যাওয়ায় আমি কষ্ট পাইনা। কষ্টের অনুভুতি গুলো সব ঝেড়ে ফেলেছি গা থেকে। আমি কেবল দেখি !মানুষের বদলে যাওয়া দেখি। মানুষের নিষ্ঠুরতা দেখি। প্রতি মুহুর্তে মানুষের খোলশ পালটানো দেখি। ভালবাসার দাবীতে নাছোড়বান্দা অভিমান গুলো দেখি। প্রতিজ্ঞার আড়ালে স্বপ্নভঙ্গ দেখি। অভিমানে অভিমানে ভিতরে সাদা হতে লালা, লাল হতে বেগুনী, বেগুনী হতে নীল বর্নে ছেয়ে যায়। অশ্রুসিক্ত কাজল দিঘী নয়নে হতাশা স্থবির হয়ে যায়। পলক ফেলতে গেলে অসহনীয় ব্যাথায় ককিয়ে উঠি। তবু দেখে যাই।
বদলে যাওয়া খুব সহজ। চির সত্য। কিছু কিছু সত্য বড় বেদনাময়। কিছু কিছু সত্য মেনে নিতে বুকের পাঁজর ভেঙ্গে গুঁড়ো হয়ে যায়। বুকের হৃদপিন্ডটা নীলে কালোয় মিলে কি যে এক বিচ্ছিরি রঙ ধারন করে ! মনে হয় আমার চোখের পাতায় বুঝি নেমে এলো অবেলায় সন্দ্ব্যা। তবু মানতে হয়।
কারো ভুলে যাওয়ায়, দূরে চলে যাওয়ায় আমি কষ্ট পাইনা। কষ্টের অনুভুতি গুলো সব ঝেড়ে ফেলেছি গা থেকে। মাঝে মাঝে কি যে বলতে ইচ্ছে হয়।গলার কাছটায় এক আকাস বেদনা এসে চেপে ধরে। কিন্তু বুঝে পাইনা কি বলতে চাই। বুঝে পাইনা কাকে বলতে চাই। মনে হয় ওরা বুঝে নিক। ওরা বুঝে নিক। ওরা বুঝে নিক আমার না বলা অভিমান গুলো। ওরা খুঁজে নিক ওদের জন্য গোপনে সংরক্ষিত আমার এক আকাস শুভ্র স্বচ্ছ নীলাকাস।
কারো ভুলে যাওয়ায়, দূরে চলে যাওয়ায় আমি কষ্ট পাইনা। কষ্টের অনুভুতি গুলো সব ঝেড়ে ফেলেছি গা থেকে।
Post Views:
303
ক্রোধ !
কারো ভুলে যাওয়ায়, দূরে চলে যাওয়ায় আমি কষ্ট পাইনা। কষ্টের অনুভুতি গুলো সব ঝেড়ে ফেলেছি গা থেকে। আমি কেবল দেখি !মানুষের বদলে যাওয়া দেখি। মানুষের নিষ্ঠুরতা দেখি। প্রতি মুহুর্তে মানুষের খোলশ পালটানো দেখি। ভালবাসার দাবীতে নাছোড়বান্দা অভিমান গুলো দেখি। প্রতিজ্ঞার আড়ালে স্বপ্নভঙ্গ দেখি। অভিমানে অভিমানে ভিতরে সাদা হতে লালা, লাল হতে বেগুনী, বেগুনী হতে নীল বর্নে ছেয়ে যায়। অশ্রুসিক্ত কাজল দিঘী নয়নে হতাশা স্থবির হয়ে যায়। পলক ফেলতে গেলে অসহনীয় ব্যাথায় ককিয়ে উঠি। তবু দেখে যাই।
বদলে যাওয়া খুব সহজ। চির সত্য। কিছু কিছু সত্য বড় বেদনাময়। কিছু কিছু সত্য মেনে নিতে বুকের পাঁজর ভেঙ্গে গুঁড়ো হয়ে যায়। বুকের হৃদপিন্ডটা নীলে কালোয় মিলে কি যে এক বিচ্ছিরি রঙ ধারন করে ! মনে হয় আমার চোখের পাতায় বুঝি নেমে এলো অবেলায় সন্দ্ব্যা। তবু মানতে হয়।
কারো ভুলে যাওয়ায়, দূরে চলে যাওয়ায় আমি কষ্ট পাইনা। কষ্টের অনুভুতি গুলো সব ঝেড়ে ফেলেছি গা থেকে। মাঝে মাঝে কি যে বলতে ইচ্ছে হয়।গলার কাছটায় এক আকাস বেদনা এসে চেপে ধরে। কিন্তু বুঝে পাইনা কি বলতে চাই। বুঝে পাইনা কাকে বলতে চাই। মনে হয় ওরা বুঝে নিক। ওরা বুঝে নিক। ওরা বুঝে নিক আমার না বলা অভিমান গুলো। ওরা খুঁজে নিক ওদের জন্য গোপনে সংরক্ষিত আমার এক আকাস শুভ্র স্বচ্ছ নীলাকাস।
কারো ভুলে যাওয়ায়, দূরে চলে যাওয়ায় আমি কষ্ট পাইনা। কষ্টের অনুভুতি গুলো সব ঝেড়ে ফেলেছি গা থেকে।
Published by HB Rita on Monday, August 11th, 2014