মৃন্ময় ৪৯
নৈঃশব্দের বালুচরে পোড়া মাটি বুকে খরতাপে দগ্ধ কৃষকের লোচন ভরা বৃষ্টির প্রত্যাশার মত দুঃসহ অভিমানে বিরহ অনুরাগে তবু প্রেম জাগে মনে। বিপুল বিস্ময়ে পৃথিবীর দিগন্ত রেখায় অনিন্দ্য কষ্টনীলা হৃদয়ের সীমান্ত জুড়ে অনাদি কালের দহন শিবঅশ্রু হয়ে দুষ্প্রাপ্য রুদ্রাক্ষের মত ভালোবাসা হয়ে তুমি গড়িয়ে পড়ো জমিনে ভুলে ভুলে দুই যুগ গেলো; ভুলে ভুলে শত রাত […]
মৃন্ময় ৫০
(ক) একটা বেলী ফুলের মালা এক মুঠো সোনালী আবেশ আমার সিঁথিতে ছড়িয়ে দাও তারপর, তোমার বাউন্ডুলে এলো চুলের গন্ধ শুঁকে শুঁকে মরে যাই । (খ) অশ্লীল অভিলাসে ধূর্ত চোখ নিবিড় আলিঙ্গনে লজ্জ্বার মাথা কাটে। জৈব ক্ষুদার ঘাম তিরতির করে মগজ বেয়ে গ্রীবায়, চুম্বনের অনাধিকার চাষে হৃদয় ক্ষত-বিক্ষত জলের সঙ্গমে জলের তৃষ্ণা বাড়ে; একবার ছুঁয়ে […]
Continue reading
Published by HB Rita on Thursday, August 28th, 2014