About me

Welcome to HB Rita’s poem collection

HB Rita

এইচ বি রিতা।  কবি, সাংবাদিক, প্রাবন্ধিক। পেশায় একজন শিক্ষক। জন্ম বাংলাদেশের নরসিংদী জেলায়। বর্তমান নিবাস কুইন্স, নিউইয়র্ক। কলেজ ও ইউনিভার্সিটি অধ্যায়ন সম্পন্ন করেছেন নিউইয়র্কে।   লেখক, কবি, কলামিষ্ট এবং সাংবাদিক হিসাবে তিনি নিউইয়র্ক ও বাংলাদেশে পরিচিত।  তিনি নিউইয়র্ক সিটি পাবলিক স্কুল শিক্ষকতায় জড়িত রয়েছেন দীর্ঘ ১৩ বছর ধরে। পাশাপাশি সাংবাদিকতা করছেন দৈনিক প্রথম আলোর উত্তর আমেরিকা ভার্সনে। এছাড়াও নিউইয়র্ক থেকে প্রকাশিত উইকলি বাঙ্গালীর নিয়মিত কলাম লেখক।

বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালবাসা ও পিতা সামসুদ্দীন আহমেদ এছাকের সাহিত্য সাধনা দেখেই মূলত তিনি পা বাড়ান বাংলা সাহিত্যাঙ্গনে। তাঁর প্রকাশিত বইসমুহঃ
মৌনতা‘ (কাব্যগ্রন্থ), ‘কবিতা তুমি ভবিতব্য কষ্টের প্রতিচ্ছবি‘ (কাব্যগ্রন্থ), ‘রক্তাক্ত নীল‘ (কাব্যগ্রন্থ), ‘দুঃখ জলের লহরী‘ (কাব্যগ্রন্থ), ‘বার্ডস অফ প্যারাডাইস’(কাব্যগ্রন্থ), ‘জোনাকির ডাকবাক্স’ (প্রবন্ধ) এবং ‘বিনু‘ (উপন্যাস)।
দ্রোহ, বিরহ, সামাজিক ‌অসঙ্গতি, এবং সাম্যের স্লোগানে বাস্তবিক চিত্রকল্প তাঁর কবিতায় লক্ষ্যনীয়। সমাজ উন্নয়নে প্রতিবাদী কণ্ঠ এবং শিক্ষামূলক শিশু ও পেরেন্টিং তথ্য তাঁর কলমের বিষয়বস্তু। ২০১৪ সাল থেকে তিনি বাংলাদেশে দুস্থদের চিকিৎসা ও অন্যান্য আর্থিক সহায়তায় ‘থিংকিং দ্যা হিউমানিটি‘ নামক একটি নন-প্রফিট অর্গানাইজেশন পরিচালনা করে আসছেন। এইচ বি রিতার অফিশিয়াল ওয়েবসাইট- www.hbrita.com

আমার ব্যাক্তিগত ফ্যান পেইজ-

আমার সাহিত্য বিষয়ক ফেইসবুক পেইজ-

আমার মানবিক সংগঠন ওয়েবসাইট- 

        থিঙ্কিং দ্যা হিউমানিটি

এছাড়াও নবীন লেখক/লেখিকাদের প্রতিভা বিকাশের প্রচেষ্টায়, আমার আরো একটি ওয়েবসাইট রয়েছে যাতে সবাই নিজ নিজ কাব্য ও কবিতা সুরক্ষিত রাখতে পারেন।

মূল্যবান সময় ব্যায় করে আমার ওয়েবসাইটটি ঘুরে দেখার জন্য আপনাকে ধন্যবাদ।