শুধু তোমাকে পাবোনা বলে,
রাতগুলো জেগেছি নির্ঘুম খালি পায়ে
ভুতুম প্যাঁচার বেশে,
নগরী পাহারায় মেতেছি একলা রাতে।
সাহারা -শ্বেত মরুভূমির উত্তপ্ত খরতাপে
জ্বলসে দিয়েছি দেহ-মন একাকার করে
মরূদ্যানে হামাগুড়ি দিয়ে
ক্ষতবিক্ষত আমি তপ্ত ধুলীতে করেছি স্নান।
শুধু তোমাকে পাবোনা বলে,
সুকাত্রা দ্বীপে বনবাস নিয়েছি কত বছর
মায়ামোহ থেকে বিচ্ছিন্ন আমি
কেঁদে ঝড় তুলেছি নিস্তব্দতায়
চোখের নোনা জলে ভেসেছে হৃদয়
হার মেনেছে ডন জুযানের বিষাক্ত লবনাক্ত হৃদ ও।
তোমাকে পাওয়ার আশা নেই বলে,
কলার ভেলায় ভাসিয়েছি সুখ নীল নদে
জলপ্রপাতের ভাজ পরা ঢেউ
বড় কুৎসিত লাগে।
আঁধার কোলে ঝুলন্ত আকাশের চাঁদটি
ঝলসে যাওয়া পোড়া রুটির মত লাগে।
তোমাকে হারানো নিশ্চিত বলে,
গুইনেভারার প্রেম ও নিষিদ্ধ লাগে।
যুগ যুগ ধরে অসম প্রেম জিইয়ে রাখা
নেপুলিয়ান- জোসেপাইনের আত্মত্যাগ;
ডিসিয়াস-পেনেলোপের বিশ বছরের দীর্ঘ প্রতিক্ষাও
বড্ড নিরর্থক লাগে।
তোমাকে পাবোনা বলে;
বেঁচে থাকাও বড় স্বার্থপর লাগে।
শুধু তোমাকে
Published by HB Rita on Friday, October 11th, 2013