মেঘ বুকে আজ আকাশ কাঁদে

সরল বাক্যে কেন বলতে পারিনা
রাতভর ঘুমাইনি
কেউ কেঁদেছিল
শরীরটা ভীষণ তাপে পুড়েছিল।
*
মিথ্যের সবটুকু বলেছিলাম তাকে
নেশাগ্রস্থ্য ছেলেটার
ফলাফল ভাল
আঁধারে সেদিন ছিল না আলো।
*
সব বলে দিব বাকি যতটুকু
দেয়ালে আঁকি
শুন্য বাসর
জ্বলজ্বলে তারা-রা শোকে কাতর।
*
রাত বাড়তেই পুড়ে যায় সব
মনের মায়া
মায়ায় প্রেম
অবরুদ্ধ জীবন এক জটিল গেইম।
*
দুঃখের লহরীতে শোকাহত প্রাণ
তুমি-আমি
পশুও কাঁদে
মেঘ বুকে আজ আকাশ কাঁদে।