মৃন্ময় ৭৯

গোঁজামিল দিয়ে এলোপাথাড়ি চলছে সংসার
সব আছে! কিছুই নেই
থেমে যাওয়া নিঃশ্বাস বিচলতায় গতি
বাড়ে-কমে
সম্মোহন কাটিয়ে শীতল গঙ্গাস্রোতে,
ঢল নামে।
নির্জীব দিগন্ত রেখায় একটি পাখির উড়াউড়ি
তুমি আমার-আমি তোমার
ভাবনার ছেদ কাটিয়ে এক পশলা বৃষ্টি,
সবুজের গায়ে
গোঁজামিলে চলে শিশিরের কান্না তখনো,
নিজ দায়ে।
সরল পথে হোঁচট খেয়ে জীবন থেমে নেই
চলছে অবিরত-স্বস্তি নেই
মুখ থুবড়ে পড়া বিষাদ জেগে উঠলে ভোরে
গোঁজামিলে আরেকটি সমঝোতা তৈরি হয়-
তোমায় নিয়ে।