এখানে বরফ রাতগুলো হয় ঠিক মৃত্যুর মতই শীতল
সফেদ চাদরে ঢেকে যায় আপাদমস্তক ঘর-বাড়ি
টিলা-পাহাড়, মিনারগুলো ডুব সাঁতারে আকাশ ছোঁয়ার দলে,
যেন গলা উচিয়ে বাঁচার আপ্রাণ চেষ্টায় ব্যাকুল।
এখানে কোলাহল নেই, পিঠা উৎসব-আঁধারের মাঠে
আগুনের উত্তাপ নেই
ঝিমিয়ে থাকা শহুরে পথে কুয়াশা নেই
এখানে কেবল ঝরে পড়া শিশির নিষ্ঠুরতায় বরফ হয়ে যায়
বৃক্ষের ডালপালা পল্লববিহীন যেন কঙ্কালসার দেহ।
এ শহরে নিশিতে প্যাঁচার ডাক নেই
পিপাসিত কোকিলের গান,
ঝাউয়ের কিনার ঘেঁষে আকাশে তারাভরা রাত নেই
নীলাকাশে মধ্যাহ্নে সোনালি ডানায় চিল নেই
হৃদয়গ্রাহী শুভ্রতার কাফনে জড়িয়ে থাকা এ এক
আজব শোকের শহর।
এ শহরে শেষ রাতের প্রথম প্রহরে আবেগী পায়ে
স্নিগ্ধতার সিঁড়ি বেয়ে সূর্য আসেনা জানালার গ্রীলের ফাঁকে
এইসব রাতে হৃদয় আন্দোলিত করে প্রেম আসেনা ঘরে।
তবু, বেদনা জাগাতে বেতফলের মত ম্লান চোখ
শুধু খুঁজে যায় তারে।
বরফ রাতগুলোতে মনের ব্যবধান রেখে
হিম কুয়াশায় বুকের আঁচল বিছিয়ে তাই-
তোমাকে আমন্ত্রণ জানাই।
Post Views:
693
মৃন্ময় ৭৬
এখানে বরফ রাতগুলো হয় ঠিক মৃত্যুর মতই শীতল
সফেদ চাদরে ঢেকে যায় আপাদমস্তক ঘর-বাড়ি
টিলা-পাহাড়, মিনারগুলো ডুব সাঁতারে আকাশ ছোঁয়ার দলে,
যেন গলা উচিয়ে বাঁচার আপ্রাণ চেষ্টায় ব্যাকুল।
এখানে কোলাহল নেই, পিঠা উৎসব-আঁধারের মাঠে
আগুনের উত্তাপ নেই
ঝিমিয়ে থাকা শহুরে পথে কুয়াশা নেই
এখানে কেবল ঝরে পড়া শিশির নিষ্ঠুরতায় বরফ হয়ে যায়
বৃক্ষের ডালপালা পল্লববিহীন যেন কঙ্কালসার দেহ।
এ শহরে নিশিতে প্যাঁচার ডাক নেই
পিপাসিত কোকিলের গান,
ঝাউয়ের কিনার ঘেঁষে আকাশে তারাভরা রাত নেই
নীলাকাশে মধ্যাহ্নে সোনালি ডানায় চিল নেই
হৃদয়গ্রাহী শুভ্রতার কাফনে জড়িয়ে থাকা এ এক
আজব শোকের শহর।
এ শহরে শেষ রাতের প্রথম প্রহরে আবেগী পায়ে
স্নিগ্ধতার সিঁড়ি বেয়ে সূর্য আসেনা জানালার গ্রীলের ফাঁকে
এইসব রাতে হৃদয় আন্দোলিত করে প্রেম আসেনা ঘরে।
তবু, বেদনা জাগাতে বেতফলের মত ম্লান চোখ
শুধু খুঁজে যায় তারে।
বরফ রাতগুলোতে মনের ব্যবধান রেখে
হিম কুয়াশায় বুকের আঁচল বিছিয়ে তাই-
তোমাকে আমন্ত্রণ জানাই।
Published by HB Rita on Monday, October 2nd, 2017