আকাশের ঠিক নিচে মাটি আর ঘাসে
যেখানে মিশে আছে উষার আকাশ-অপার সৌন্দর্য নিয়ে
রহস্যের ইন্দ্রজালে ভেঙ্গে গেলে ঘুম,
উঁকি দেয় শুকতারা
তাকিয়ে দেখি শিশিরের জলে ভিজে আছে পোড়া জমি।
হেমন্তের বাঁশপাতায় মরমর ধ্বনি-সুর বাজাতেই,
কুয়াশার চাদর তলে কৃষক-কৃষাণী জড়োসড়ো হলো প্রেমে
পৃথিবীর মত বুড়িয়ে গেল রাতের তারা, চাঁদের আলো
তবু, ধোঁয়াটে ধানক্ষেতে নিয়মমাফিক-কাকতাড়ুয়া দাঁড়িয়ে থাকে।
ফিরে এলে সন্ধ্যারাতি ইঁদুর-আরশোলা খুঁজে ফিরে আপদশূন্য স্থান
জ্যোৎস্না খুঁজে নেয় গৃহত্যাগী মানব
কত কেউ বুকের ভাঁজে গুঁজে দেয় আতর-গোলাপ
অরণ্যের বুকে দু’কদম রাখতেই তাকিয়ে দেখি
হিম আকাশের গায়ে ভয়ে মুখ লুকায় দলছুট মেঘের দল
আকাশের নক্ষত্ররা পথ হারিয়ে ফিরে যায় ঘরে।
এরপর তুমি এলে হৃদয় জমা রাখি সবুজের কাছে
বিছানায় শুয়ে শুনি সমুদ্রের মিহি স্বর
জানালা খুলতেই জলের বাতাসে ডানা ঝাপটে উড়ে গেল পাখির দল।
তুমি আসতেই হৃদয় ভুলে গেলো রাতভর অপেক্ষার প্রহর
মাঠের নীরবতায় পরিত্যক্ত অশ্বথ
অন্ধকারে বিচ্ছেদের সুর
উড়ে গেল বাতাসে ধুলো খড়, গাছেদের বাদামী জীর্ণ পাতা
তুমি আসতেই আকাশ তলে পৃথিবী ভুলে গেলো-
আজ তার ঘুমের প্রয়োজন।
Post Views:
715
মৃন্ময় ৭৫
আকাশের ঠিক নিচে মাটি আর ঘাসে
যেখানে মিশে আছে উষার আকাশ-অপার সৌন্দর্য নিয়ে
রহস্যের ইন্দ্রজালে ভেঙ্গে গেলে ঘুম,
উঁকি দেয় শুকতারা
তাকিয়ে দেখি শিশিরের জলে ভিজে আছে পোড়া জমি।
হেমন্তের বাঁশপাতায় মরমর ধ্বনি-সুর বাজাতেই,
কুয়াশার চাদর তলে কৃষক-কৃষাণী জড়োসড়ো হলো প্রেমে
পৃথিবীর মত বুড়িয়ে গেল রাতের তারা, চাঁদের আলো
তবু, ধোঁয়াটে ধানক্ষেতে নিয়মমাফিক-কাকতাড়ুয়া দাঁড়িয়ে থাকে।
ফিরে এলে সন্ধ্যারাতি ইঁদুর-আরশোলা খুঁজে ফিরে আপদশূন্য স্থান
জ্যোৎস্না খুঁজে নেয় গৃহত্যাগী মানব
কত কেউ বুকের ভাঁজে গুঁজে দেয় আতর-গোলাপ
অরণ্যের বুকে দু’কদম রাখতেই তাকিয়ে দেখি
হিম আকাশের গায়ে ভয়ে মুখ লুকায় দলছুট মেঘের দল
আকাশের নক্ষত্ররা পথ হারিয়ে ফিরে যায় ঘরে।
এরপর তুমি এলে হৃদয় জমা রাখি সবুজের কাছে
বিছানায় শুয়ে শুনি সমুদ্রের মিহি স্বর
জানালা খুলতেই জলের বাতাসে ডানা ঝাপটে উড়ে গেল পাখির দল।
তুমি আসতেই হৃদয় ভুলে গেলো রাতভর অপেক্ষার প্রহর
মাঠের নীরবতায় পরিত্যক্ত অশ্বথ
অন্ধকারে বিচ্ছেদের সুর
উড়ে গেল বাতাসে ধুলো খড়, গাছেদের বাদামী জীর্ণ পাতা
তুমি আসতেই আকাশ তলে পৃথিবী ভুলে গেলো-
আজ তার ঘুমের প্রয়োজন।
Published by HB Rita on Sunday, October 1st, 2017