বড় বেশি বর্ণহীন জীবন, এখানে কেউ কারো নয়
দ্বায়বদ্ধ জীবনের চতুরতায় কেবল অন্তরীক্ষে ফুঁসে উঠে মেঘ
যন্ত্রণার করুণ অভিমানে ক্নান্ত দেহ তখনো খুঁজে-
জল ভেজা শিহরণ।
অতঃপর, ভাঙা পাঁজরের নিচে এক’পা দু’পা করে তুমি
জায়গা করে নাও ভালোবাসার দলিল হাতে।
বাঁচার নেশায় তখন নীলসন্ধ্যার কপালে এঁকে দেই লাল টিপ
নিঃশ্বাস ছেড়ে দেখি সবুজ অরণ্যে গোলাপি ফুল।
প্রতিশ্রুতিতে সংগোপনে আঁচলে গিঁটবাঁধা প্রেম
জলসিঁড়ি বেয়ে তরতর করে উঠে আসে বুকের মধ্যখানে।
তারপর, জল স্পর্শের মত তোমাকে ছুঁয়ে ঘুমিয়ে পড়ি।
ওদিকে ঘোর কাটতেই বুকের উষ্ণতায় ফুঁসে উঠে বজ্রপাত
নির্বোধ! নির্বোধ আমি
রঙহীন জন্মাদ্ধ জ্যোৎস্নায় তোমায় নিয়ে কাব্য রচনা করি।
মৃন্ময়, জেনে রেখো, তোমাকে না পেলে কাব্যিক ভাবনারা উড়ে যাবে
দিগন্তসীমায়
হাস্নুহেনা গন্ধ ছড়াবেনা আর অবলীলায়
শিশির ভেজা ভোরে হৃদয়ে সেতারের সুর,
ঝংকার তুলবে না আর
নির্লজ্জ্ব জ্যোৎস্নাস্নান উঁকি দিবেনা জানালার গ্রীলের ফাঁকে।
জেনো রেখো, তবু, মরে যাবো না।
অসুখী মনে সিংহল সমুদ্র ফুঁসে উঠবে-নিশ্চিত জেনো
প্রতিশোধ স্পৃহায় জন্ম নেবো হাজার বার
তোমাকে অপব্যয়িত করার বাসনায়, হাস্নুহেনার বুকে
দুর্যোগ হবে
অবশেষে ফিরে যাবো আমার চিরচেনা পথে, যেখানে
নিঃস্বঙ্গতার সাথে সহবাসে মগ্ন আজন্ম চিৎকার।
মৃন্ময়, তোমাকে বলে দিলাম, গোপন অভিসারে
স্বপ্নের বিছানায় শুয়ে
জ্যোৎস্না চাঁদমুখ আর দেখবোনা।
Post Views:
784
মৃন্ময় ৭৪
বড় বেশি বর্ণহীন জীবন, এখানে কেউ কারো নয়
দ্বায়বদ্ধ জীবনের চতুরতায় কেবল অন্তরীক্ষে ফুঁসে উঠে মেঘ
যন্ত্রণার করুণ অভিমানে ক্নান্ত দেহ তখনো খুঁজে-
জল ভেজা শিহরণ।
অতঃপর, ভাঙা পাঁজরের নিচে এক’পা দু’পা করে তুমি
জায়গা করে নাও ভালোবাসার দলিল হাতে।
বাঁচার নেশায় তখন নীলসন্ধ্যার কপালে এঁকে দেই লাল টিপ
নিঃশ্বাস ছেড়ে দেখি সবুজ অরণ্যে গোলাপি ফুল।
প্রতিশ্রুতিতে সংগোপনে আঁচলে গিঁটবাঁধা প্রেম
জলসিঁড়ি বেয়ে তরতর করে উঠে আসে বুকের মধ্যখানে।
তারপর, জল স্পর্শের মত তোমাকে ছুঁয়ে ঘুমিয়ে পড়ি।
ওদিকে ঘোর কাটতেই বুকের উষ্ণতায় ফুঁসে উঠে বজ্রপাত
নির্বোধ! নির্বোধ আমি
রঙহীন জন্মাদ্ধ জ্যোৎস্নায় তোমায় নিয়ে কাব্য রচনা করি।
মৃন্ময়, জেনে রেখো, তোমাকে না পেলে কাব্যিক ভাবনারা উড়ে যাবে
দিগন্তসীমায়
হাস্নুহেনা গন্ধ ছড়াবেনা আর অবলীলায়
শিশির ভেজা ভোরে হৃদয়ে সেতারের সুর,
ঝংকার তুলবে না আর
নির্লজ্জ্ব জ্যোৎস্নাস্নান উঁকি দিবেনা জানালার গ্রীলের ফাঁকে।
জেনো রেখো, তবু, মরে যাবো না।
অসুখী মনে সিংহল সমুদ্র ফুঁসে উঠবে-নিশ্চিত জেনো
প্রতিশোধ স্পৃহায় জন্ম নেবো হাজার বার
তোমাকে অপব্যয়িত করার বাসনায়, হাস্নুহেনার বুকে
দুর্যোগ হবে
অবশেষে ফিরে যাবো আমার চিরচেনা পথে, যেখানে
নিঃস্বঙ্গতার সাথে সহবাসে মগ্ন আজন্ম চিৎকার।
মৃন্ময়, তোমাকে বলে দিলাম, গোপন অভিসারে
স্বপ্নের বিছানায় শুয়ে
জ্যোৎস্না চাঁদমুখ আর দেখবোনা।
Published by HB Rita on Wednesday, September 6th, 2017