মৃন্ময়,
তোমাকে নিয়ে একটা রাত কাটানোর ইচ্ছে জাগে।
সে রাতে বুকের উঠোনে জন্ম নেবে সমর্পণের দূর্বাঘাস
বাতাসে ভেসে বেড়াবে সামুদ্রিক গন্ধ, নীলতিথী পেরিয়ে লাল ফুল
চুপিচুপি গাঢ় রাত্রিতে তোমার গা ঘেঁষে শুয়ে
কানামাছি দিন শেষে হলুদ উত্তাপে
তোমার বুকে এঁকে দেব একটি চন্দ্রবিন্দু; নত মস্তকে।
তারপর, বুকের মধ্যে আগুন অনুভব নিয়ে-
আবারো তোমার প্রেমে পড়বো!
ঈশ্বরের কাছ থেকে ধার করে আনা সে রাত,
নিগূঢ় মমতায় চুলে বিলি কেটে কেটে নিলাম হযে যাবো!
চাল, ডাল, নুন-তেলের হিসাব, উড়ে যাওয়া ঘরের চাল
পড়ে থাকুক সে রাতে অনবাঞ্চিত হয়ে
শুধু তুমি আর আমি, উড়ে যাওয়া গাঙচিল
তিতাসের জলে জলকেলীতে দু’টি বুনো হাঁস
এক ফালি চাঁদ
বলো, এমন প্রেম তোমায় ছাড়া কি করে হয়?
কেবল একটা রাত নয়, এ রাত হবে আজন্ম ধরে রাখা স্মরণীয় কিছু
শরীরি বিলাস নয়, শুধু চেয়ে থেকে তোমার চোখে
শতজন্মের ক্ষুধা ভুলে যাবো
একটি রাত- শুধু তোমার চোখে চেয়ে চেয়ে কাটাবো।
বেঁচে দিতে পারো আমায় কম, নয় চড়া দামে
যেখানে কেবল তোমার ভালোবাসার দরদাম চলে।
তবু বলে রাখি, হৃদয়ে আন্দোলন নিয়ে প্রথমবারের মত নিশ্চিত জানি,
তুমিই সে প্রেম যার আকুতিতে অন্ধকার হাতড়ে;
অর্ধেক জীবন কেটে গেল।
Post Views:
729
Published by HB Rita on Sunday, March 5th, 2017
মৃন্ময় ৭২
তোমাকে নিয়ে একটা রাত কাটানোর ইচ্ছে জাগে।
নিগূঢ় মমতায় চুলে বিলি কেটে কেটে নিলাম হযে যাবো!
এক ফালি চাঁদ
বলো, এমন প্রেম তোমায় ছাড়া কি করে হয়?
তুমিই সে প্রেম যার আকুতিতে অন্ধকার হাতড়ে;
অর্ধেক জীবন কেটে গেল।
Published by HB Rita on Sunday, March 5th, 2017