মৃন্ময় ৭১

বসন্তের অর্চার্ডে ভালোবাসা কেমন ছুঁয়ে থাকে
রক্তডালিম গায়ে
তাই দেখে, অভিলাষী চেতনায় তুষার অধীনে ঘুমিয়ে পড়া শরীর,
সোনালী রোদ হয়ে জেগে উঠে তৃষ্ণায়।
অতঃপর, বুকের উপর শুয়ে পড়া সাদা বরফে
পিকাসোর মতো তোমার দেহ এঁকে দিতে স্বাধ হয়!
ও আমার চোখের তারায় ভেসে থাকা জলপদ্ম
বলে দাও,
আমি তোমাকে কীভাবে ভালোবাসি?
আমি তোমাকে আবাদে-বিরোধে মাত্রারও বেশি ভালোবাসি
ঈশ্বর প্রতিকূলে রেখে চোখ বেঁধে দিয়ে
বুকের চারপাশে পেরেক ঠুকে চক্রাকারে সীমানা গেড়ে নেই-
তোমাকে ভালোবাসবো বলে।
শীতল রাতের ঝড়ো হাওয়ায় হৃদয় দোল খেলিয়ে
গ্রীষ্মের পাইনে কালো বাতাসে সে হৃদয় আবারো পুড়িয়ে দেই।
ও আমার নাসিকারন্ধ্রে বসে থাকা জলবায়ু; বলো-
অধিকার দখলে আমি তোমাকে কীভাবে ভালোবাসি?
অণু থেকে তথ্য ফাঁসের অর্থ-বুঝিয়ে দেয় তোমার উপস্থিতি
তবু,তোমাকে বর্ণনার কোন শব্দ খুঁজে পাইনা।
তোমার দেবদূত ঐশ্বরিক সৌন্দর্য উপেক্ষা করে
কেবল একটি উজ্জ্বল রোদমুখ খুঁজি, যেখানে লক্ষ্য করি-
তোমার হাসি বরফের গায়ে উষ্ণতা ছেড়ে দেয়।
তোমার বেখেয়ালী শ্বাস-বাতাস, শরৎতের আহবান জানায়।
ও আমার দুঃখ জলের লহরী;
বলে দাও, আমি তোমাকে কীভাবে ভালোবাসি?