কারো সাথে কারো দেখা নেই, স্পর্শের আকুতি নেই
শুধু অনুভবে বাতাসের গায়ে দীর্ঘশ্বাস ছুঁড়ে দেয়া।
ভালোবাসা লেপ্টে যায় বিরহী চোখের জলে
তবু নোনা জলে ডুব সাঁতারে; ডানা ঝাপ্টে বাঁলিহাস।
তোমাকে দেখার অপ্রাপ্তি নিয়ে;
কোন একদিন বৃদ্ধা হয়ে গেলে ক্ষতি কি?
মধ্যরাতের ঘুমন্ত আঁধারের কোলে
একটি নির্ঘুম নক্ষত্র অহর্নিশি জ্বলে
একই আকাশের নিচে তুমি-আমি,
তবু সুযোগ বুঝে প্রেমের কথা হয়না বলা!
আকাশের বুকে ঝড়ো হওয়া মেঘেদের নীরবতায় বুঝে যাই
তোমার বুকে আজ নীল জলের লহরী
ওদিকে সমঝোতায় তুমি পারদর্শী;
তোমাকে ছোঁয়ার আকাঙ্খা নিয়ে
কোন একদিন বৃদ্ধা হয়ে গেলে ক্ষতি কি?
নিঃসঙ্গতার গায়ে জড়িয়ে থাকা মৃত্যুর শীতলতা
বুকের বামপাশে বিশুদ্ধ নীল জল হয়ে রয় চিরভাস্কর
একি আকাশের নিচে তুমি-আমি,
তবু বিরতিহীন উপাসনায় ক্রমশ গাঢ় হয় অন্ধকার!
ভুল আদরের ক্ষতে অনুশোচনার প্রলেপ জুড়ে
চোখের কোণে কাজল টেনে ঘুমিয়ে পড়ি!
চুপি চুপি চোখের জলে কষ্ট তাড়িয়ে;
কোন একদিন বৃদ্ধা হয়ে গেলে ক্ষতি কি?
Post Views:
408
Published by HB Rita on Thursday, December 8th, 2016
মৃন্ময় ৬৮
Published by HB Rita on Thursday, December 8th, 2016