তোমায় নিয়ে কি যে করি
তীর ছুঁড়তেই একাই মরি
দূর দিগন্ত আকাশ যেখানে মাটিকে চুমে
বুকের জমিনে নৈরাশ্য আজ বহু বছর ঘুমে!
খুব বুঝি, তলিয়ে যাচ্ছে কেউ
জীবন উপত্যকায় ভালোবাসার দারুণ ক্ষরা
টের পাচ্ছি;
দ্বিধান্বিত চিত্তে শতক গোলাপের চাষ তবু
তোমার প্রেমে।
শুনেছি তুমি বহু জন্মেও পাপী
দিব্যলোকে অহর্নিশি তবু তোমাতেই জপি
একি অদ্ভুত শিহরণ;
কচ্ছপের মত ধেয়ে আসা
মৃত্যুর আগমন।
ভীষণ যাতনায় কুঁকড়ে যাই
অনাগত অনিশ্চয়তায় লোচন ভরা দীঘিজলে
তবু তোমাতেই জীবনের অর্থ খুঁজে পাই!
আহা! কেমন প্রেম শিখিয়ে গেলে
এখন কেবল তোমাকে চাই।
Post Views:
611
Published by HB Rita on Tuesday, June 10th, 2014
মৃন্ময় ৪১
Published by HB Rita on Tuesday, June 10th, 2014