পিচঢালা পথ

পিচ ঢালা পথের ফাটল
বুকে ধরে ছিল একটি রাত
কিংবা পরিক্রমায় ক্ষয়ে যাওয়া যুগের চিত্র
খুলে দেখেনি কেউ ফাটলের ভাঁজ
পথিকের গন্তব্য ছিল কেবল যতদূর চোখ যায়।
সেদিন নীলাভ আকাশের বুকে জমে ছিল
শুভ্র পেঁজাতুলো মেঘ
গ্রীষ্মের দাবদাহে ওড়াউড়ি ছিল নিষিদ্ধ
আকাশের নিয়ম ভেঙে কাঁদেনি কেউ
কেঁদেছিল রোদ, বাতাস, কিছু ধূলো।
জীবন যেখানে সহজেই দাড়িপাল্লায় মাপে আয়ু
শীর্ণ বৃক্ষটি শায়িত দেখে একটি জীবন চিত্র;
পিচঢালা পথে।
দৃষ্টির প্রখরতায় ব্যবধান, মানতেই হয়
তুমি যাকে বলো ফাটল
কারো কাছে তা ঘটনাচিত্র।