বিশাল আকাশের নিচে ক্ষুদে পিঁপড়াগুলো কেমন; ধীর লয়ে চলে
ওরা জানে দুইয়ে দুইয়ে চার হয়
ক্ষিদে পেলে স্বজাতী চিবিয়ে খেতে হয়
পিঠ ঠেকে গেলে দেয়ালে, ছিঁড়ে ফেলতে হয়
পিঁপড়ার দল বুঝে, লক্ষ্যে পৌছাতে হাড় ভেঙ্গে গেলে,
তবু দিন শেষে রাত, রাত শেষে ভোর হলেই
লক্ষ্যে পৌছাবার তাড়ায় ওরা; রোজ লক্ষ্যভ্রষ্ট হয়।
Post Views:
156
Published by HB Rita on Sunday, July 26th, 2015
পিঁপড়া
Published by HB Rita on Sunday, July 26th, 2015