জলের স্রোতে উদভ্রান্ত হও; অহর্নিশ
শিশিরের শব্দে বুকের আগুন নেভাতে মাতাল তুমি,
দিন ভুলে রাত্রি জাগো।
যেখানে মৌন অভিমানে স্পর্শের আকুতি নেই
আলো, বাতাস, ফুঁসে উঠা ক্ষুধা নেই
সেখানে নিকোটিনে পোড়া উষ্ণ ঠোঁট;
কেবল কথা ই বলে যায়।
অথচ এখানে জমা আছে সবটুকু
ভিতরের লড়াইয়ে জয়ী হবার চাপ-তাপ
চাষাবাদের জমিনটুকু রাখা আছে উন্মুক্ত
সবটুকু দিতে দিনের শেষে রাত
উষ্ণতায় গলে যাওয়া বরফ
জলের প্রবাহে যতটুকু চাই-নেশাতুর প্রহর
বিছানায় এলোমেলো চাদর
মোমের মত গলে যাবার অগ্নিকুন্ডে,
নিঃসৃত প্রেম
পিঁষে যাওয়ার মত বোধ
সব আছে! সবটুকু জমা আছে।
এখানে ওখানে খোঁজে চলো আঁধার
উপেক্ষিত মোহের দরদামে শেষে;
হেয়ালিপনায় স্পর্শের বাইরে ঢেকে রাখো;
দীপ্তিময় ভোর।
অথচ, এখানে সবটুকু জমা আছে
তাপে, উত্তাপে পুড়ে পুড়ে অবশেষে
নেশা জাগানো বুকে রঙ-তুলির আঁচড়ে;
জমা আছে ধার করা রাতটিও।
Post Views:
353
জমা আছে ধার করা রাত
জলের স্রোতে উদভ্রান্ত হও; অহর্নিশ
শিশিরের শব্দে বুকের আগুন নেভাতে মাতাল তুমি,
দিন ভুলে রাত্রি জাগো।
যেখানে মৌন অভিমানে স্পর্শের আকুতি নেই
আলো, বাতাস, ফুঁসে উঠা ক্ষুধা নেই
সেখানে নিকোটিনে পোড়া উষ্ণ ঠোঁট;
কেবল কথা ই বলে যায়।
অথচ এখানে জমা আছে সবটুকু
ভিতরের লড়াইয়ে জয়ী হবার চাপ-তাপ
চাষাবাদের জমিনটুকু রাখা আছে উন্মুক্ত
সবটুকু দিতে দিনের শেষে রাত
উষ্ণতায় গলে যাওয়া বরফ
জলের প্রবাহে যতটুকু চাই-নেশাতুর প্রহর
বিছানায় এলোমেলো চাদর
মোমের মত গলে যাবার অগ্নিকুন্ডে,
নিঃসৃত প্রেম
পিঁষে যাওয়ার মত বোধ
সব আছে! সবটুকু জমা আছে।
এখানে ওখানে খোঁজে চলো আঁধার
উপেক্ষিত মোহের দরদামে শেষে;
হেয়ালিপনায় স্পর্শের বাইরে ঢেকে রাখো;
দীপ্তিময় ভোর।
অথচ, এখানে সবটুকু জমা আছে
তাপে, উত্তাপে পুড়ে পুড়ে অবশেষে
নেশা জাগানো বুকে রঙ-তুলির আঁচড়ে;
জমা আছে ধার করা রাতটিও।
Published by HB Rita on Friday, October 1st, 2021