খসে পড়া তারার খোঁজে

অঙ্কুরোদগমের আগেই নিজ হাতে পোঁতা বীজটা,
মরে গেল
সেই থেকে লোকটার ভীষণ জ্বর
চাদরে মোড়ানো ক্লান্ত শরীর রাতভর জেগে থাকে
রাতের আকাশে তারাদের গুঞ্জনে খুঁজে ফিরে;
খসে পড়া তারা
আহত মগজে বৈদ্যতিক সংকেতের ব্যাঘাত ঘটলে,
লোকটা উম্মাদ হয়ে পড়ে।
অন্যরা তাকে বলে প্রেমিক
আমি বলি, হৃদয় ভাঙা এক শূন্য মানুষ।