অর্ঘ্যথালায় বিন্দু জল শোষণ
শুনিতে কি পাও রোদসীর আলয়ে
বক্ষ ফাটা আঁধারের ক্রন্দন?
যেপেছি শয়নে স্বপনের দ্বারে
বাহুডুরে জাপিয়া রাখিও মোরে
ক্ষনেক আঁখিপাত চকিতে বর্ষণ
প্রিয় একবার বলো ভালোবাসো মোরে।
নহে নহে ছলনা, নহে অভিসম্পাত
কুটুম্বিতা করিতে চিত্তহরষে
অপয়া জ্বালিছে দ্বীপ-প্রভাত।
ইন্দ্রিয় অপ্সরী জড়ায়ে কঙ্কণ
অবিরল ছন্দে হ্নদি তুলিছে ঝড়
লীলানৃত্যে ধরণী করিছে বর্ষণ।
লভিনু আঁখিযুগল পূর্ণ নীর !
Post Views:
484
Published by HB Rita on Wednesday, March 2nd, 2016
আবেগকাননে জলছবি
Published by HB Rita on Wednesday, March 2nd, 2016