অন্ধকারের পোকা


অব্যক্ততার ঘূর্ণায়নে অন্ধকারের পোকা
উড়ছে দৃশ্যমান, অষ্পষ্টতায়
লেপ্টালেপ্টি, দিগভ্রান্ত
ক্রমশ উড়ছে, দৃষ্টি হতবিহ্বল।
আত্মার গুহায় দুটি গন্ধরাজ, লিকলিকিয়ে বাড়ে
সংকুচিত ভাবনায় আঁধারের পোকা
অর্ধসত্য,পূর্ণ সত্য
বিমূর্ত বেদনা; ক্ষ্যাপা ষাঁড়ের মত উগ্র হয়
অতঃপর
বুজে আসে চোখ ক্লান্তি নিয়ে।
যা কিছু দৃশ্যত, মূলত ঝাপসা কুয়াশায় আবদ্ধ
এ পাথুরে লড়াই, শেষ বিদায় কালের
বুকভেজানো বৃষ্টি, অবিরাম
আঁধারের পোকারা; ক্রমশ উড়ছে
চোখ দুটো; সব হারাচ্ছে।