মৃন্ময় ৭৯
গোঁজামিল দিয়ে এলোপাথাড়ি চলছে সংসার সব আছে! কিছুই নেই থেমে যাওয়া নিঃশ্বাস বিচলতায় গতি বাড়ে-কমে সম্মোহন কাটিয়ে শীতল গঙ্গাস্রোতে, ঢল নামে। নির্জীব দিগন্ত রেখায় একটি পাখির উড়াউড়ি তুমি আমার-আমি তোমার ভাবনার ছেদ কাটিয়ে এক পশলা বৃষ্টি, সবুজের গায়ে গোঁজামিলে চলে শিশিরের কান্না তখনো, নিজ দায়ে। সরল পথে হোঁচট খেয়ে জীবন থেমে নেই চলছে অবিরত-স্বস্তি নেই […]
মৃন্ময় ৮০
যতটা নিঃশ্বাস চেপে ধরি নিঃশ্বাস নেবো বলে ততটাই ছায়াপথে ক্লান্তি জড়ায় নিবিড় আলিঙ্গনে খেয়ে গেলে শস্য দানা অবশীভূত পাখি প্রবঞ্চক কাকতাড়ুয়া অনড় দাঁড়িয়ে রয়। তাল-লয় জানেনা বিরহ সঙ্গীত মধ্যরাতে বালিশ চেপে অনিয়ন্ত্রিত দহনে তুমি কাঁদো! আমিও কাঁদি নিঃশ্বাস চেপে রাখা বুকে করুণ গোঙানিতে; ভুল ব্যাকরণে কেবল সুর পাল্টে যায়। তুমি জানো! আমিও জানি! বুকের মধ্যে […]
Continue reading
Published by HB Rita on Wednesday, May 30th, 2018